• Friday, January 24, 2025

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোন্ডকাপ টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দল জয়ী

  • Sep 28, 2018

Share With

রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭), জয়পুরহাট জেলা ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা) ।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশীদ, হিসাব রক্ষন কর্মকর্তা  আহসান হাবীব, হিসাব রক্ষক রবিউল আওয়াল,বাজার পরিদর্শক তরিকুল ইসলাম মজনু, কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, ফুটবল কোচ হুমায়ন কবীর লুকু, আবদুল হান্নান, শামসুল আলম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশীদ জানান, শুক্রবার সিরাজগঞ্জ জেলা দলের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল আবার খেলায় অংশগ্রহণ করবে।