• Saturday, December 21, 2024

বিশিষ্টজনদের সাথে নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

  • Aug 27, 2018

Share With

নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জেড এম নুরুল হক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা . জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন প্রমুখ

সভায় সকলের সহযোগিতা নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক