বীরকন্যা প্রীতিলতার ৮৬ তম আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- Sep 30, 2018
বীরকন্যা প্রীতিলতার ৮৬ তম আত্মাহুতি দিবস উপলক্ষে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো নারী বহ্নিশিখা’ সংগঠনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ সভার আয়োজন করা হয়।
‘জাগো নারী বহ্নিশিখা’ সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, সাবেক সভাপতি এবিএম সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসিব, বাংলাদেশ সাম্যবাদী দলের স্থানীয় নেতা কামাল উদ্দীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সমন্বয়ক কানাই চন্দ্র দাস, থিয়েটার, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মারিয়া হাসান, সমাজসেবী শফিকুল আলম ভোতা, সমাজসেবী আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন।