• Saturday, December 21, 2024

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা.মন্টুর স্ত্রী ও আ.লীগ প্রার্থী ডা.শিমুলের মায়ের দাফন সম্পন্ন

  • Dec 03, 2018

Share With

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতা, সাবেক সাংসদ প্রয়াত ডা. মঈন উদ্দিন আহমেদ মন্টুর সহধর্মীনি এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের মা বেগম রোকেয়া আহমেদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১১টায় মনাকষা ফুটবল মাঠে (বিজিবি ক্যাম্প সংলগ্ন) এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিবগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহাজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী জিয়াউর রহমান, শিবগঞ্জ আসনের নৌকার প্রার্থী ও মরহুমার দ্বিতীয় সন্তান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলার রহমান সনু, উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, জেলা আওয়ামী লীগেরসহসভাপতি মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররমসহ উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন নেতাকর্মীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।

জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের, রাজশাহী সিটি মেয়র খাইরুজ্জামান লিটন, রাজশাহীর রেঞ্চের পুলিশের ডিআইজি খুরশীদ আলম, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামসহ আরো অনেকেই।

উল্লেখ্য, গত রবিবার সকাল ১০টার সময় রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।