• Friday, January 24, 2025

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে জেলা দায়রা জজ আদালতের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম ইসলাম টিপু, সহ-সভাপতি এ্যাডভোকেড মইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আ আ ম জামান বাচ্চু, জেলা ছাত্রদলের সনিয়ির সহ-সভাপতি মো. হাসান ইমতিয়াজসহ ছাত্রদল, যুবদলসহ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া যাতে অংশগ্রহণ করতে না পারে সে জন্য তড়িঘড়ি করে মামলার রায় দিয়ে জেল হাজতে রাখতে চান সরকার। বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।