বেগম রোকেয়া দিবসে, চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা
- Dec 09, 2024
চাঁপাইনবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোাগানকে সামনে রেখে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের এই সংবর্ধনা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. মোঃ এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার।
সংবর্ধনা পাওয়া জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নূর ফাতিমা, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ লাভলী ইয়াসমিন, সফল জননী নারী কুলসুম আরা ও রেহেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী তাসলিমা খাতুন ও রাবিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী মনিকা সরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার ছিলোনা। কিন্তু এই সমাজে মেয়েরাও নিজের অধিকারের কথা বলবে, স্বপ্ন দেখবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারীকে স্বপ্নের পথে হাটতে অনুপ্রেরণা দিয়েছেন বেগম রোকেয়া।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।