ব্যবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন
- May 06, 2025

দেশের বিভিন্ন স্থানের আম ব্যাবসায়ী, চাষী ও উদ্যোক্তাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে কানসাট রাজবাড়ী প্রাঙ্গণে জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে এই আম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ। এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রতিউিসার কো-অপারেটিভ সোসাইটর সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, আম উদ্যোক্তা শহীদ হায়দারী, কৃষি এ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক মুনজের মালিক প্রমূখ।
পরে আম উৎপাদন বিষয়ক পেজেন্টেশন তুলে ধরেন কৃষি কর্মকর্তা। এই সম্মেলনে অংশগ্রহণ করেন দেশের ১৬ জেলার প্রায় আড়াই’শ প্রতিনিধিসহ ৪০০ জন। সম্মেলনে চাঁপাইবাবগঞ্জের আম সারাদেশে বাজারজতকরণে সকলের সহায়তা কামনা করা হয়।