• Friday, January 10, 2025

ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে তা দূর হয়ে যাবে- নৌ উপদেষ্টা

  • Dec 03, 2024

Share With

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। সড়ক হচ্ছে, সেতু হচ্ছে। যোগাযোগের উন্নতি হতে হবে, থেমে থাকা যাবে না। নৌ যোগাযোগেও অনেক আধুনিকতা আসবে, বিশ্বের সব জায়গায় এটা আছে। তাই হতাশ হওয়ার কিছু নেই।

সোমবার (২ ডিসেম্বর) বরিশাল মেরিন একাডেমিতে পা‌সিং আউট প‌্যা‌রেড অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এ দেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়, তাই আমরা আশা করি ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, দেশের নৌযোগাযোগ স্টান্ডার্ড হচ্ছে। নৌযোগাযোগে আধুনিকতা আসবে। অন্যদিকে সরকারি কোষাগার থেকে শ্রমিকদের টাকা দিয়েও গার্মেন্টস শিল্পকে বাচিয়ে রাখার চেষ্টা চলছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, দেশের রাষ্ট কাঠামোর ছয়টা-সাতটা জায়গায় সংস্কার চলছে। পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছে। তারাই সিদ্ধান্ত দিবে কবে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত।

বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। কুচকাওয়াচ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এবছর একাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষন সমাপ্ত করেছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রনালয়, অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।