• Saturday, December 21, 2024

ভারতে পুরস্কৃত চলচ্চিত্র সত্তা ও পরিচালক কল্লোল

  • Nov 21, 2018

Share With

সোমবার রাতে ভারতের মুম্বাইয়ের মেয়র অডিটোরিয়াম হলে ‘সিনেমা আজতক ফিল্ম এ্যাচিভার এ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। সেরা চলিচ্চত্র (বাংলাদেশ) পুরস্কার দেয়া হয় সত্তা চলচ্চিত্রকে। পুরস্কার গ্রহণ করেন সত্তা চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন।

সেরা পরিচালকের স্বীকৃতি দেয়া হয় সত্তা’র পরিচালক হাসিবুর রেজা কল্লোলকে। পুরস্কার তুলে দেন ‘সনম বাওয়াফা’ খ্যাত পরিচালক- প্রযোজক শাওয়ান কুমার। এছাড়া গানবাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে ‘উইন্ড অব চেইঞ্জ’ অনুষ্ঠানের জন্য সম্মান জানানো হয়।