• Friday, January 24, 2025

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ২০

  • Oct 16, 2018

Share With

পশ্চিমবঙ্গে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। পুলিশ সিনহুয়াকে একথা জানিয়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী নগরী কলকাতা থেকে ৪৭ কিলোমিটার উত্তরে হুগলি জেলার গোজারমোরের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘আজ সকালে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস একটি ব্রীজের সিমেন্টের রেলিং ভেঙে ডাকাতিয়া খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যায়।’

এ ঘটনায় আরো ২০জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের নিকটস্থ হরিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওভারলোডিং, ঝুঁকিপূর্ণ রাস্তা ও চালকের অদক্ষতার কারণে ভারতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সবসময়ই ঘটে থাকে।
সরকারি এক রিপোর্টে বলা হয়, ভারতে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ৪শ’ মানুষ নিহত হয়।