• Saturday, December 21, 2024

প্রতারণার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

  • Aug 17, 2024

Share With

যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে সভা শেষে এ কথা বলেন তিনি।

ফারুকী আজম বলেন, ভুয়া পরিচয় ও জালসনদ নিয়ে অনেকেই বিভিন্নভাবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে। তারা রাষ্ট্রের দেয়া ভাতাও ভোগ করেছেন। যাচাই-বাছাইয়ে পর এটির সত্যতা পাওয়া গেলে রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি ভোগ করতে হবে।

এর আগে আগুন-ভাঙচুরে ক্ষতিগ্রস্থ কোতয়ালী থানা পরিদর্শন করেন তিনি।

সূত্র: যমুনা টিভি অনলাইন