• Friday, January 24, 2025

ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আ.লীগের আপত্তি নেই: বাহাউদ্দিন নাছিম

  • Nov 21, 2024

Share With

ছাত্র-জনতার অভ্যুত্থানে একটানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা চলে যান ভারতে। তারপর থেকে দলটির নেতারা ও মন্ত্রী-এমপিরা আছেন আত্মগোপনে। এমনকি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

এমন প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ারও করা হয়েছে।

এতে বাহাউদ্দিন নাছিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনও আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না— এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, আত্মগোপনে থেকে, অনুশোচনা কী কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো, আমাদের পরিকল্পনা করা…।

সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করবো।

সূত্র: সময় টেলিভিশন, বাংলা ট্রিবিউন