• Saturday, March 15, 2025

ভুল সিগন্যালে রাজশাহীতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

  • Mar 15, 2025

Share With

ভুল সিগন্যালের কারণে রাজশাহীতে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ মার্চ) বেলা ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষ হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়। ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির বগি উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলো নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়বে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা এখনি বলা সম্ভব নয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।