• Saturday, December 21, 2024

ভূমি উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ‘হাসান আরিফের’ প্রথম জানাজায় প্রধান উপদেষ্টা

  • Dec 20, 2024

Share With
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধন উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডের মসজিদে উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজায় যোগ দেন।

তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা ডি-৮ সামিটে যোগ দিয়ে কায়রো থেকে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে ঢাকায় ফিরে আসেন।

তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করার কিছুক্ষণ পর তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জনাতে পারেন। এ খবর শুনেই প্রফেসর ইউনূস শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যান।শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে (হৃদ্‌রোগ) উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয় বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ বারডেমের হিমঘরে রাখা হবে। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে।

এরপর বাদ জোহর তার লাশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সূত্র: কালের কন্ঠ, বাংলা ট্রিবিউন