• Friday, January 24, 2025

ভোক্তা অধিকারের গোমস্তাপুরে ১৫ হাজার টাকা জরিমানা

  • Sep 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রকাশ্যে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সার বিক্রি করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রহনপুর বাজারে রনি ট্রেডার্সে ৫ হাজার টাকা ও একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ-সময় অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক জনাব সৈয়দ মোস্তাক হাসান। তিনি জানান, প্রকাশ্যে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বিষয়ে আরো সচেতনতা দরকার। সচেতন হলে সাধারণ কৃষকরা প্রতারিত হবে না।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।