• Friday, January 24, 2025

ভোলাহাটে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

  • Sep 25, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলা উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর মেলায় অংশ নেয়া ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ মেলা আগামীকাল বিকেল ৩ টায় ফল ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।