• Sunday, February 23, 2025

মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা

  • Feb 11, 2025

Share With

দেশে মবের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও উপদেষ্টা মাহফুজ আলম

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ বিষয়ক’ কর্মশালায় তারা এই কথা জানান। কর্মশালয় বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের ১২০ জন কর্মকর্তা অংশ নেন।

এসময় মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাবে।’
১৫ বছর ধরে সব গুম, খুন ও অরাজকতার বিচার হবে জানিয়ে মামলা তদন্তে পুলিশের আরও সতর্ক থাকার পরামর্শ দেন আইন উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দেন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না। বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’
একই কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে-ময়দানে কিংবা রাজপথে দেখতে চাই না। সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে।’
কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় এজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে।
কর্মশালায় শিল্প উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ করছে সরকার।’
এদিকে, আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার (১১ ফেব্রুয়ারি) বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে,  মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল রাতে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কথিত আন্দোলন ও মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে।
সূত্র: সময় নিউজ, চ্যানেল ২৪, যমুনা নিউজ