• Saturday, December 21, 2024

মহানগরীকে করোনামুক্ত রাখতে মাননীয় মেয়রের লিটনের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • May 15, 2020

Share With

মহানগরীকে করোনামুক্ত রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, চেম্বার অব কর্মাস নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে করোনামুক্ত রাখতে সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখন পর্যন্ত করোনামুক্ত আছি। এটি ধরে রাখতে চাই।

সভায় রাজশাহী মহানগরীর করোনা মোকাবেলা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দোকান খোলা রাখার দাবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আজ সন্ধ্যায় আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.এন.এম মঈনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় আরো বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্র নাথ আচার্য, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর নওশাদ আলী, উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মোঃ মনিরুজ্জামান মনি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, ব্যবসায়ী নেতা সেকেন্দার আলী ও অশোক কুমার সাহা প্রমুখ।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিমসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিভিল সার্জন ডা. এনামুল হক, রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহসহ চেম্বার অব কর্মাসসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।