• Friday, January 24, 2025

মহান বিজয় দিবসে, বিজয় মেলাসহ চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচি

  • Dec 17, 2024

Share With

মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপরই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে সকাল ১১ টায় পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশসানের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে বিজয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধ শওকত আলী,পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী আফাজ উদ্দিন। পরে একই মঞ্চে দুদিনের বিজয় মেলার উদ্বোধন করা হয়।