• Saturday, December 21, 2024

মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • May 07, 2019

Share With

মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী  আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ফটিক (৩১) চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের ইয়াহিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার শিবিরের হাট হতে বাখের আলীমুখী আলিমগর গ্রামে অভিযান চালায়। এসময় ১৬টি প্যাকেটে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ ফটিককে গ্রেফতার করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি র‌্যাবের এসআই (নিরস্ত্র) মোস্তাকিন হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ফটিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর ২২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রনি সাহা ফটিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।