• Wednesday, December 25, 2024

সুরের মূর্ছনায় মিউজিক ফেস্টে রাহাত ফাতেহ আলী: উদ্বোধন হলো বিপিএল ১১তম আসর

  • Dec 24, 2024

Share With

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। গানে গানে মাতিয়ে রাখলেন দর্শকদের।

রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। বিপিএলে মিউজিক ফেস্ট শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।এদিন মঞ্চে ওঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘নতুন বাংলাদেশে নতুন বিপিএল’ বলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি।

দেশীয় শিল্পীদের পরিবেশনায় সব শেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর শুরু হয় রাহাত ফাতেহ আলী খানের গান। আতশবাজির ঝলকানি শেষ হতে না হতেই মঞ্চে প্রবেশ করেন ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান। এসেই তিনি ‘আসসালামু আলাইকুম এভরিওয়ান’ বলে শুরু করেন। এর পরই সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠেন ‘ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।’ এ রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলেও জানান রাহাত ফাতেহ আলী খান। একই সঙ্গে তিনি বিপিএলের সাফল্যও কামনা করেন। তিনি শুরু করেন আল্লাহু আল্লাহু গান দিয়ে। এ সময় গোটা অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এরপর তিনি একের পর এক তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে যান।

মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামে। আর ২৭ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হবে মাঠের লড়াই।

এবারের বিপিএলের ৭টি দল হলো—ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।

শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।