• Saturday, December 21, 2024

মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক বাচ্চু ডাক্তার স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি

  • Jan 16, 2019

Share With

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ডা.মেসবাহুল হক বাচ্চুর আজ ১০ম মৃত্যুবার্ষিকী।

বিশিষ্ট রাজনীতিক-সমাসেবী, প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের মৃত্যুবার্ষিকী স্মরণে মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ ও পরিবারের আয়োজনে ২ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

বুধবার (১৬ জানুয়ারী) এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিশু শিক্ষা নিকেতনে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা, হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, চিত্রাংকন, নির্ধারিত কবিতা আবৃত্তি।

উল্লেখ্য, মঙ্গল ও বুধবার ২ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে শীতবস্ত্র বিতিরণ, মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত, চাঁপাইনবাবগঞ্জ শহরের ডাক্তার মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) সড়কে ‘হক মঞ্জিলে’ মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।