• Saturday, December 21, 2024

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলো চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন

  • Dec 16, 2018

Share With

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলো চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।

বক্তারা স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।অনুষ্ঠানে জেলার সকল বীর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।