• Monday, December 30, 2024

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংর্বধনা প্রদান করলো চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

  • Dec 15, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশ লাইন মিলনায়তনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীন।

এ সময়  উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সহকারি পুলিশ সুপার সালাউল হক, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার সাকিব হোসোইন, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রবিউল ইসলাম।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে একসময়ে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের ৫৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।