• Friday, January 24, 2025

মুজিবনগর দিবস স্মরণে চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের র‌্যালি ও আলোচনা

  • Apr 17, 2019

Share With

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকালে জেলা আ. লীগের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এরফান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগর দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।