• Friday, January 24, 2025

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহীর নগর পিতা ‘খায়রুজ্জামান লিটন‘

  • Oct 05, 2018

Share With

আলোকিত ডেস্ক: ফুলে ফুলে অভিষিক্ত হলেন রাজশাহীর নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন খায়রুজ্জামান লিটন।

এর মধ্যে দিয়ে রাসিক পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খায়রুজ্জামান লিটন। মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন ৩০ জুলাই বিপুল ভোটের ব্যবধানে জয়ী নৌকার মাঝি

নগর ভবনের গ্রিন প্লাজায় উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। এর আগে গত সেপ্টেম্বর রাসিক নির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান

এর আগে ২০০৮ সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন খায়রুজ্জামান লিটন। ২০১৩ সালের নির্বাচনে মেয়রের মসনদ হারিয়েছিলেন তিনি। বলা হয়, পাঁচ বছর ছিলো রাসিকের স্বর্ণযুগ। পাঁচ বছরে রাজশাহীতে গ্যাস সংযোগ, রাস্তাঘাটের উন্নয়ন সুসজ্জিত আধুনিক রাজশাহী গড়ার কারিগর ছিলেন জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন

গত ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাজশাহী সিটি মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত মেয়র খায়রুজ্জামান লিটন