• Saturday, December 21, 2024

রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি ও সমাবেশ

  • May 06, 2019

Share With

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘খোশ আমদেদ’ মাহে রমজান’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডা. এস.এফ এম খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭মে থেকে মাহে রমজান শুরু হচ্ছে, এই রমজানের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের দায়িত্ব। রমজানে পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান বক্তারা।