• Friday, January 24, 2025

রহনপুরে রেল সেতুর যন্ত্রাংশ চুরির সময় আটক-১

  • Sep 23, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেল সেতুর যন্ত্রাংশ চুরির সময় একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গত শনিবার সকালে তাকে চুরি করা যন্ত্রাংশসহ আটক করা হয়। রহনপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার ফরিদুর রহমান জানান, রহনপুর-সিংগাবাদ আন্তর্জাতিক রেল পথে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেল সেতুতে গোপনে যন্ত্রাংশ চুরি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ-সময় চারটি বেয়ারিং পে¬ট ও ১৩ টি লক পিনসহ সুমন (২৫) নামে একজনকে আটক করা হয়। আটক সুমন মকরমপুর এলাকার মৃত মামুনের ছেলে। আটককৃত ওই চোরকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রাজশাহী ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে রহনপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, যন্ত্রাংশ গুলো খুলে ফেলায় রেল সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন তা সংস্কার করার পর ভারত থেকে পণ্যবাহী ট্রেন ওই রেল সেতু দিয়ে চলাচল শুরু করে।