• Wednesday, January 15, 2025

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে

  • Jan 15, 2025

Share With

অন্তর্বর্তী সরকার নিজেদের সময়েই সংস্কার বাস্তবায়নের পুরো কাজ করে যেতে পারবে বলে আশা করছে । তবে সেটি অনেকটাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করছে বলে মনে করে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, (সংস্কারের) পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। কিন্তু এটি প্রধানত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। তারা কতটুকু সংস্কার করতে ঐকমত্য পোষণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করছে।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের ভাষণে জানিয়েছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এ বছর হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে আরও কয়েক মাস (আগামী বছরের জুনের মধ্যে) লাগতে পারে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ হবে তখন ন্যূনতম সংস্কার কোনগুলো আছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কি না তা খতিয়ে দেখা হবে। এর বাইরে যেসব প্রত্যাশিত সংস্কার আছে সেগুলোও চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে। প্রত্যেকটি কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। আজ চারটি কমিশন রিপোর্ট জমা দিয়েছে এবং অন্য দুটি কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। প্রতিবেদনের কোথায় কোথায় প্রাধান্য দেওয়া উচিত, সেটি চিহ্নিত করে আগামীকাল একটা প্রজ্ঞাপন দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পূর্ণাঙ্গ রিপোর্টগুলো ৩১ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে।

কমিশনের সুপারিশ বাস্তবায়নে সকল অংশীজনের সহযোগিতার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি করা জুলাই অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ দিক। আশা করি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন হবে।

মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।