• Friday, January 24, 2025

রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার ২ যুবক

  • Oct 24, 2018

Share With

রাজশাহী নগরীতে ১৭ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর ধরমপুর কালিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন কলোনীর শ্রী মঙ্গলের ছেলে নিলয় (২০)। একই এলাকার শ্রী ভক্কলের ছেলে বিশ্বজিৎ (২০)। তারা রাজশাহীর একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, মির্জাপুর পুলিশ ফাঁড়ি  মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধরমপুর কালিতলা এলাকায় পুলিশ মোটরসাইকেল থামার জন্য সিগ্নাল দেয়। এসময় কিষান মোটরসাইকেল থেকে নেমে যায়। পরে পুলিশ আটককৃত দুজনকে তল্লাশি করে। এসময় তাদের কাছে থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মির্জাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মহিতার থানায় পাঠানো হয়।

মতিহার থানার ডিউটি অফিসার এসআই সিদ্দিক বলেন, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ব্যবহিত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মমালা করা হয়েছে।