• Thursday, April 3, 2025

রাজশাহীতে ঈদের প্রধান জামাত শাহ মখদুম ঈদগাহ মাঠে

  • Mar 29, 2025

Share With

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে বলে জানান শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

তবে দরগা মসজিদে জামাত স্থানান্তরিত হলে এবং মানুষ বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মোস্তফা বলেন, প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ বলেন, রাজশাহীর বেশিরভাগ ঈদগাহে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।

এর আগে ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা হয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেনি।

এ ছাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের সুবিধামতো সময় নির্ধারণ করে ঈদের আগের দিন মাইকিংয়ের মাধ্যমে তা জানিয়ে দেবে বলে জানান নাসিরুদ্দিন শেখ।

রাজশাহীতে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) মাঠে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে । এখানে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল সোয়া ৮টায় রাজশাহীর নগরের সাহেববাজার জিরো পয়েন্টে প্রধান সড়কের ওপর ঈদের তৃতীয় বড় জামাত হবে।