• Friday, January 24, 2025

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি

  • Oct 22, 2018

Share With

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে দ্বিতীয়বারের মতো  দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’।

রাজশাহীতেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।  এ উপলক্ষে সোমবার সকালে র‌্যালি বের করা হয়।  রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিতে বিভিন্ন সরকারি, বেসরারি দফতরসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে নানকিং দরবার হলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিনট পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ, রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা, বিআরটিএ এর উপপরিচালক আশরাকুর রহমান, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।  সিসিনি