• Friday, January 24, 2025

রাজশাহীতে জামায়াতের জেলা আমিরসহ গ্রেপ্তার ৭০

  • Dec 14, 2018

Share With

রাজশাহীর পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জেলা ও নগর পুলিশের বিশেষ অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জেলা পুলিশের ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানার পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গোদাগাড়ী থানায় একজন, তানোর থানায় পাঁচজন, মোহনপুর থানায় তিনজন, পুঠিয়া থানায় তিনজন, বাগমারা থানায় তিনজন, দুর্গাপুর তানায় ছয়জন, চারঘাট থানায় তিনজন ও বাঘা থানায় সাতজন। মাদকসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, নগর পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারি কমিশনার ইফতে খায়ের আলম। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।