• Friday, January 24, 2025

রাজশাহীতে জামায়াতের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Dec 02, 2018

Share With

রাজশাহীতে জামায়াতের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্রের সাথে দাখিল করা ভোটার তালিকায় অসঙ্গতির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এসএম আবদুল কাদের।

রোববার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। দুপুর পর্যন্ত রাজশাহীর ৬টি সংসদীয় আসনের তিনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া জামায়াতের ওই দুই প্রার্থী হলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (পবা-মোহনপুর) আসনে জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক কাটাখালি পৌর মেয়র অধ্যাপক মাজেদুর রহমান। নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এসএম আবদুল কাদের জানান, এই দুই প্রার্থীর মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল ছিল। যাচাই-বাছাইয়ে সেটি ধরা পড়ার পরে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।