রাজশাহীতে ট্রাক চাপায় বাইক আরোহী নিহত
- Oct 27, 2018
রাজশাহীর কাশিয়াডাঙ্গা সিটি বাইপাশ রেলক্রসিং এর সামনে সাইরগাছা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিদ্যুৎ হোসেন (৩২)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে বিদ্যুৎ মোটরসাইকেল চালিয়ে সিটি বাইপাস আমচত্বর হয়ে কাশিয়াডাঙ্গার দিকে আসছিলেন। আর বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটি সাইরগাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।