• Friday, January 24, 2025

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • Nov 21, 2018

Share With

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম নার্গিস বেগম (৪৫)। তিনি মহানগরীর লক্ষ্মীপুর বাকির মোড় এলাকার সদর আলীর স্ত্রী। বুধবার ভোরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ভোর ৬টার দিকে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন নার্গিস বেগম। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।