• Friday, January 24, 2025

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ছাত্র নিহত

  • Oct 13, 2018

Share With

রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মামুন-উর-রশিদ (২০) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামুন-উর-রশিদ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, শুক্রবার রাত ৯টার দিকে মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন মামুন-উর-রশিদ। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।