• Saturday, December 21, 2024

রাজশাহীতে পিটুনিতে যুবলীগ নেতা নিহত

  • Oct 02, 2018

Share With

রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে বিরোধে মারপিটের ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবলীগ নেতার নাম মোহন আলী (৩০)। তিনি পবার ললিতাহার এলাকার হানিফ আলীর ছেলে। মোহন পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান বলেন, মারধরের ঘটনায় ছয়জনকে আসামি করে আগেই একটি মামলা করা হয়েছিল। সে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। সোমবার রাতে অভিযান চালিয়ে আলাউদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সকালে খড়খড়ি বাইপাস মোড়ে মাছ ব্যবসার বিরোধের জের ধরে দুপক্ষের মারামারি হয়। এ সময় প্রতিপক্ষে মোহনকে পিটিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এর পর থেকে সে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।