• Saturday, December 21, 2024

রাজশাহীতে মনোনয়ন পেলেন ফারুক-শাহরিয়ার ও এনামুল

  • Nov 25, 2018

Share With
রাজশাহী জেলার সংসদীয় ৬টি আসনের মধ্যে ৫টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিনটি আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান তিন সংসদ সদস্য।
রাজশাহীর আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রকৌশলী এনামুল ও রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনে ডা. মনসুর রহমান।
রাজশাহী-২ আসনে আ’লীগের শরিক দল ওয়াকার্স পার্টিকে ছাড় দিচ্ছে আ’লীগ। রোববার সকাল ১০টা থেকে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের হাতে দলের মনোনয়নপত্র তুলে দেন।
এদিকে, মনোনয়ন চিঠি হাতে পাওয়ার পর নিজ নিজ আসনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন তাদের সমর্থকরা।
তানোর ও গোদাগাড়ীতে ওমর ফারুক চৌধুরীর সমর্থকরা,বাঘা-চারঘাটে শাহরিয়ার আলম এবং বাগমারায় ও এনামুল হকের পক্ষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে শ্লোগান দেয় ।