• Thursday, November 21, 2024

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে সামজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

  • Nov 12, 2024

Share With

রাজশাহীতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সামজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধি ও মাদকের অপব্যবহার রোধে গঠিত রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার  ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ  সভায় সভাপতিত্ব করেন।সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণে মাদকের সরবরাহ কমানোর সাথে সাথে এর চাহিদা হ্রাসে কাজ করা, মাদক বিরোধী অভিযান বৃদ্ধি করা, মাদকের প্রাথমিক পর্যায়ের মামলা,সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের কাছে প্রেরণ ও সামজিক প্রতিরোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন,ডোপ টেস্ট ছাড়া এখন কোনো সরকারি চাকুরির পরীক্ষায় নেওয়া হচ্ছে না। তাই যারা মাদক সেবন করবে তাদের সরকারি চাকুরি পাওয়ার সুযোগ থাকবে না।

এ সময় বিভাগীয় কমিশনার মদ বিক্রির জন্য লাইসেন্স প্রাপ্তদের মাদক ক্রয় এবং বিক্রয়ের তথ্য যাচাই করতে এবং নিবন্ধিত মদ্যপায়ীদের পক্ষে অন্য কেউ মদ ক্রয় করছে কিনা তা মনিটরিং করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাজশাহী বিভাগের আট জেলা জেলা প্রশাসক এবং বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।