রাজশাহীতে লিচু বাগানে যুবকের লাশ
- Oct 27, 2018
রাজশাহী নগরীতে অজ্ঞাত (২৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরের কাশিয়াডাঙ্গা থানার হরদারপাড়া একটি লিচু বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে বিষসহ কোমল পানির বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম।
তিনি বলেন, হলদারপাড়া পুকুরের পাশের আফতাব হাজীর লিচু বাগালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার কানে রক্ত ছিলো বলে জানান তিনি।