• Friday, January 24, 2025

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • Oct 01, 2018

Share With

অবৈধ জুয়ার বোর্ড বসানোর একটি সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রোববার বিকেল ৪টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলনকে হত্যার হুমকি এবং তার ভাতিজা উপচার পত্রিকার রিপোর্টার অন্তরকে গুলিবিদ্ধ করে সন্ত্রাসীরা।

একইসাথে আঞ্জুমানে মফিদুল বেওয়ারিশ লাশ দাফন প্রতিষ্ঠানে চাঁদা দাবির সংবাদ প্রকাশিত হওয়ায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রকাশক মাহবুবা চৌধুরী ও রিপোর্টার রুদ্র মিজানের নামে হয়রানীমূলক মামলা দায়েরেরও তিব্র নিন্দা জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্ব এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মো ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, উপাচার পত্রিকার প্রকাশক-সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, বিটিসি নিউজ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান রেজা, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদল সভাপতি মোসাদ্দেদ জামেলী সুমন, রাজশাহী রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, নববাণী পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা জেমস্, রাজশাহীনিউজ২৪ এর সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, রাজশাহী বিক্রয় প্রতিনিধি এ্যাসোসিয়েন সভাপতি নাজমুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর যুগ্ম-সম্পাদক অনুপ রায় জুয়েল, সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, দীপ্ত টেলিভিশনের রাজশাহী ব্যুরো ইউ আদনান, মাইটিভির রাজশাহী ব্যুরো শাহরিয়ার অন্তু, এশিয়ান টিভির ব্যুরো আবু কাওসার মাখন, সিনিয়র সাংবাদিক শামস্উর রুমি, সমাজ উন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার, যুবসংহতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, যুবনেতা ইউসুফ আলী, নজরুল ইসলাম খসরু, অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, গোদাগাড়ী প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাধীন প্রেসক্লাব সহ-সভাপতি টুটুল রবিউল, রাজশাহী বিশ^বিদ্যালয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন আলম, ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন প্রমুখ।