• Wednesday, April 23, 2025

রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

  • Apr 22, 2025

Share With

সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ রাজশাহীর শীর্ষ মাদক কারবারি তারেক হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে নগরীর মোল্লাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আজম এসব তথ্য জানান। তারেক গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে তারেককে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ৮টি পলি প্যাকেটে ৫০০ গ্রাম করে ৪ কেজি এবং একই বস্তায় ২৫ প্যাকেটে ১০০ গ্রাম করে আরও আড়াই কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির ১৩ লাখ টাকা, একটি মোবাইল ও ইলেকট্রিক সীল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেন, অভিযানের বিষয় টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাহিনীর টিম তাকে আটক করে। পরে সে মাদকের কথা স্বীকার করে। তার নিজস্ব খামার ও মার্কেট রয়েছে। সেখানে তাকে নিয়ে গিয়ে সাড়ে ৬ কেজি হেরোইন ও ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিসের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, আটক তারেক আমাদের নজরদারিতে ছিল। আমাদের তৎপরতায় সে আটক হয়েছে। আইও নিয়োগ হয়েছেন। ঘটনার তদন্ত হবে। জব্দ হেরোইনের দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।