• Monday, December 30, 2024

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

  • Jan 09, 2019

Share With

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ও পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক কুতুব আলী (৩২) ও ব্যবসায়ী ওমর আলী (৩৭)। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বরের ঢাকা-রাজশাহী বাস, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ট্রাকচালক কুতুব আলী (৩২)। তিনি চারঘাট উপজেলার মোক্তারপুর পাকিয়ানপাড়া এলাকায়। এ ঘটনায় আহত হন ১০ জন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, একইদিনে সকাল ১০ টার দিকে পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে পান ব্যবসায়ী ওমর আলী (৩৭) নিহত হয়েছে। এতে অপর একজন আহত হন।