• Friday, January 24, 2025

রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলীগ ইজতেমা

  • Oct 23, 2024

Share With

রাজশাহীতে জেলা পর্যায়ের তাবলীগ ইজতেমা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শেষ হবে ১৬ নভেম্বর।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই ইজতেমার আয়োজন উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকালে রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভা শেষে রাসিক প্রশাসক শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলীগ ইজেতমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমির ডা. মুহাম্মদ আমীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান।

অনুষ্ঠানে তাবলীগ ইজতেমা আয়োজনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক। অনুষ্ঠানে তাবলীগ ইজতেমা আয়োজনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমির ডা. মুহাম্মদ আমীনুল ইসলাম।

রুয়েটের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, থাইল্যান্ড থেকে আগত জামাত, ইন্দোনেশিয়া থেকে আগত জামাত, ঢাকা কাকরাইল থেকে আগত জামাত, বিভিন্ন থানা থেকে আগত এন্তেজামিয়া জামাতসহ মসজিদের ইমাম ও মাদরাসার ওলামা কেরামবৃন্দ উপস্থিত ছিলেন।