• Monday, December 30, 2024

রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Jul 28, 2018

Share With

রাজশাহী প্রতিনিধি:

আসন্ন সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার পাশাপাশি যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহীতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে নগরবাসীর নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের গাড়িতে করে টহল দিতে দেখা যায়।
স্থানীয় বিজিবি এর দেয়া তথ্যমতে, ১৯ প্লাটুন এর মধ্যে ১৫ প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩১ জুলাই পর্যন্ত। বাঁকি চার প্লাটুন রিজার্ভ রাখা হবে। তারা বিশেষ প্রয়োজনে বের হবেন।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অফিস এই কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে। এজন্য কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হচ্ছে। ভোট গ্রহণের দিন কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য তাদের দায়িত্ব পালন করবে।
এদিকে ৩০ জুলাই (সোমবার) নির্বাচনকে ঘিরে ইসি ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি এরই মধ্যে প্রায় সম্পন্ন করেছে। ভোটকেন্দ্রে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি প্রেরণের জন্য তারা দিন-রাত কাজ করে চলেছে।