• Thursday, November 21, 2024

রাজশাহীতে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

  • Oct 04, 2018

Share With

আলোকিত ডেস্ক : রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় চতুর্থ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদিক দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার প্রমাণ আজকে আমরা আবারো পেলাম এই সরকারের সুবিধাভোগী বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মুখ থেকে। বাংলাদেশ থেমে নেই। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠে গেছে, এখন দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। এটি আমাদের অহংকার, এটি আমাদের গর্ব।’

বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মাঠে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশের প্রতি টার্গেট করে পুরো ভারতবর্ষ তাকিয়ে আছে। তারা অবাক হয়ে তাকিয়ে দেখছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কীভাবে।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়ন করছেন। তার ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহীর পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে। নগরীর তলদেশে ভরাট হয়ে যাওয়া মাটি শহরের পাশে ফেলে ভরাট করা হবে। আমরা প্রায় ১০ থেকে ১৫ বর্গকিলোমিটার জায়গা নতুন করে উদ্ধার করতে পারবো। সেখানে আমরা অনেক স্থাপনা করতে পারব। বিনোদন কেন্দ্র হবে, ইকো পার্ক হবে।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংরক্ষণ বিভাগের অতিরিক্ত সচিব সালমা আকতার জাহান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রমুখ।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহীর উন্নয়ন মেলার উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিরা। এরআগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীসহ সারাদেশে একযোগে উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সকাল সাড়ে নয়টায় মহানগরীর কুমারপাড়া মোড় থেকে উন্নয়ন মেলা উপলক্ষ্যে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথির উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার হয়ে রাজশাহী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ অংশ নেন। রাজশাহীর ঐতিহ্যবাসী ঘোড়ার টমটম শোভাযাত্রার সৌন্দর্য্য বর্ধণ করে।

প্রসঙ্গত, রাজশাহী কলেজ মাঠে আগামী ৬ অক্টোবর পর্যন্ত এ উন্নয়ন মেলা চলবে। উন্নয়ন মেলা সরকারের বিভিন্ন দপ্তরের স্টলে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। উন্নয়ন মেলায় প্রায় ১৮০টি স্টল বসেছে।