• Friday, January 24, 2025

রাজশাহীর গোদাগাড়ীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • Jul 16, 2018

Share With

রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামে মাহবুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (১৮) রহস্যজনক মৃত্য হয় । গৃহবধুর পিতা আব্দুর রহিম দাবি করেন, তার মেয়ে রেহেনা খাতুনকে যৌতুকের টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মৃত রেহেনার পিতা আব্দুর রহিমের অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৭ মাস আগে জাহানাবাদ গ্রামের লোকমান আলীর ছেলে মাহবুল ইসলাম (২৫) এর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের মেয়ে রেহেনা খাতুনের বিয়ের হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রেহেনা খাতুনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল।

পুলিশ সন্ধা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে । এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে তদন্তের সত্যতা পাওয়া গেলে হত্যা মামলা দায়ের করে ব্যবস্থা নেয়া হবে ।