• Wednesday, January 29, 2025

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • Aug 07, 2018

Share With

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইব্রাহীম হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহীম গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার ইসরাইল হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তার নাম ইব্রাহীম হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।