রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- Aug 06, 2018
রাজশাহীর গোদাগাড়ীতে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে উজ্জল (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী– চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শাহাব্দিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সান ব্রাদার্স অটো রাইস মিলের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জলের মৃত্য হয়। নিহত উজ্জল রাজশাহীর পবা উপজেলার সাইফুল ইসলামের ছেলে। সে চাপাইনবাবঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রাজশাহী যাচ্ছিল।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গির আলম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।